শিক্ষা
অধিকাংশ মানুষের ধারণা শুধু তাদের কাছ থেকেই কিছু শেখা যায় যাদের অপেক্ষাকৃত উচ্চ ডিগ্রী আছে । একথা ঠিক যখন আমরা কোন বিশেষ বিষয়ে জানতে চাই। কারণ মানুষ কোন একটি বিষয় নিয়েই পড়াশুনা করে। কিন্তু স্কুলের শিক্ষাই কি সব? এই শিক্ষা তো মূলত চাকরিজীবী তৈরির জন্য। বৃটিশ ভারতে স্থানীয়রা আইসিএস করতে যেতেন পরবর্তী কালে বৃটিশ নিয়ন্ত্রিত ভারত সরকারের আমলা হবার জন্য। সেদিক থেকে দেখলে বৃটিশরা আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিল সেটা আমলা বা চাকরিজীবী তৈরির জন্য। জীবন কিন্তু এর বাইরেও ব্যাপকভাবে বিস্তৃত। তাই শেখার জন্য আমাদের শুধু ডিগ্রীওয়ালা মানুষের কাছেই যেতে হবে তা কিন্তু নয়। শিক্ষার জন্য দরকার চোখ কান আর বিশেষ করে মন খোলা রাখা, নিজেকে যেকোনো লোকের কাছ থেকে শেখার জন্য মানসিক ভাবে প্রস্তুত করা। সব শিক্ষাই উপকারী বা কাজে আসবে তা কিন্তু নয়। তবে নেগেটিভ রেজাল্ট - সেটাও রেজাল্ট, সেই অভিজ্ঞতা আমাদের ভুল পথ থেকে দূরে রাখে। তাই আসুন আমরা মনের দুয়ার খুলে রাখি যাতে সেখানে শিক্ষার আলো পৌঁছুতে পারে। শিক্ষক কে সেটা সময়ই বলবে।
মস্কোর পথে, ১৬ নভেম্বর ২০২৪
Comments
Post a Comment