অপ্রিয় সত্য
জুলাই আগস্টের স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বাভাবিকভাবেই অনেক প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মুক্তমনা মানুষ অংশগ্রহণ করেছিল। রাজনৈতিক দূরদর্শিতার অভাব বা অন্ধ হাসিনা বিরোধিতা তাদের অনেককেই এই আন্দোলনের সাথে জামাত শিবিরের গভীর সম্পৃক্ততার কথা বুঝতে দেয়নি। বর্তমান প্রশাসনে মৌলবাদীদের উপস্থিতি ও কর্মকান্ড এদের অনেককেই আন্দোলনে নিজেদের ভূমিকার কথা নতুন করে ভাবতে বাধ্য করছে। তবে অনেকেই নিজেদের ভুল স্বীকার করতে দ্বিধা করছে। কারণ এই সত্যটি খুব অপ্রিয়। সমস্যা হল সত্য অপ্রিয় হলেও অন্য সত্য আমাদের নেই। তাই অপ্রিয় সত্যকে স্বীকার করেই আমাদের সামনে চলতে হবে। সেটা যদি স্বীকার না করি, লুকোতে চাই তাহলে বারবার পেছনে ফিরে আসব। বারবার নিজেরাই নিজেদের ধোঁকা দেব।
মস্কোর পথে, ১০ নভেম্বর ২০২৪
Comments
Post a Comment