খেলা

ছোটবেলায় যখন কালীগঙ্গা নদীর পাড় ভাঙতে শুরু করত আমরা প্রায়ই একটু একটু করে একেবারে কিনারায় এসে দাঁড়িয়ে হাল্কা চাপ দিতাম এই বিশ্বাসে যে ও ভেঙে পড়বে না। তবে সবসময় না হলেও মাঝেমধ্যে পাড় ভেঙে পড়ত আর আমরা পড়তাম নদীতে। বর্তমানে পশ্চিমা বিশ্ব রাশিয়ার সাথে সেই খেলাই খেলছে আর ভাবছে রাশিয়া উত্তর দেবে না। কিন্তু মনে মনে চাইছে রাশিয়া উত্তর দিক যাতে সবাই একযোগে রাশিয়া আক্রমণ করতে পারে। এই খেলার মূল উদ্দেশ্য যুদ্ধের দায় রাশিয়ার ঘাড়ে চাপিয়ে দেয়া যাতে জনমত তাদের পক্ষে যায়। কিন্তু তারা এই হিসাব করছে না যে রাশিয়া শুধু পারমাণবিক অস্ত্রধারী দেশ নয় আয়তনেও বিশাল। তাই সবদিক দিয়ে তাদের ক্ষয়ক্ষতি রাশিয়ার তুলনায় অনেক বেশি হবে আর যদি তারা জিতেও যায় জয়ের ফল ভোগ করার মত কেউ আর থাকবে না। হিরোশিমা ও নাগাসাকি বিজিত হয়েছিল বটে কিন্তু কোন আমেরিকান সৈন্য সেখানে গিয়ে আমেরিকার পতাকা উড়ায় নাই।

দুবনা, ২২ নভেম্বর ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন