আম ও ছালা

অনেক দিন আগে এক গল্পে পড়েছিলাম কীভাবে উকিলের উস্কানিতে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে ভাইকে তো পথে বসায়ই, সাথে নিজেও গৃহহীন হয়। মুক্তিযুদ্ধের চেতনাকে কুক্ষিগত করার প্রতিবাদে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করে মুক্তিযুদ্ধের পক্ষের অনেক দল শুধু আওয়ামী লীগকেই ক্ষমতাচ্যুত করেনি, একাত্তরের সব অর্জন হারিয়ে দেশকে টাইম মেশিনে চড়িয়ে একাত্তর পূর্ববর্তী বাস্তবতায় নিয়ে গেছে। আওয়ামী স্বৈরশাসন থেকে মুক্তি পাওয়া অবশ্যই দরকার ছিল কিন্তু তাই বলে দেশটি মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার কি আদৌ কোন প্রয়োজন ছিল? এ তো দেখি গামলায় নোংরা জলের সাথে বাচ্চাকেও নদীর জলে ভাসিয়ে দেবার অবস্থা। আমেরিকা ও ন্যাটোর আশ্বাসে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমে আজ ইউক্রেন অস্তিত্ব সংকটে পড়েছে। ঠিক এই ঘটনাই ঘটেছে আমাদের বাম দলগুলোর সাথে। অন্যায়ের প্রতিবাদ আমরা অবশ্যই করব, অন্যায়ের বিরুদ্ধে লড়ব, কিন্তু সেই লড়াইয়ের ফসল নিজের ঘরে তোলার শক্তি যদি না থাকে আর যারা তুলবে তারা যদি আদর্শগত ভাবে আরও বেশি ভয়ঙ্কর হয় তাহলে সেই খেলায় নামার আগে শত বার ভাবতে হবে যাতে আম ছালা সবই বেহাত হয়ে না যায়।

দুবনা, ১৯ নভেম্বর ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন