মা দিবস
আমাদের ছোট বেলায় মা দিবস ছিল না, তবুও আমরা মাকে ভালোবাসতাম।
আমাদের ছোট বেলায় স্বাধীনতা (যদি ১৪ আগস্ট হিসেবে না আনি) বা বিজয় দিবস ছিল না,
তবুও আমরা স্বাধীনতা ভালোবাসতাম, বিজয়ের স্বপ্ন দেখতাম। আমাদের ছোট বেলায় বাংলাদেশ
ছিল না, তবুও আমরা এই ভূখণ্ডকে দেশ মনে করে ভালোবাসতাম। আমাদের ছোটবেলায় এই ভূখণ্ড
ছিল ধর্মের ভিত্তিতে তৈরি, সাম্প্রদায়িকতার বিষবাষ্পে ভরা, তবুও আমরা ধর্মনিরপেক্ষতার
ঝাণ্ডা তুলতাম। আমাদের ছোট বেলায় মাতৃভাষা দিবস ছিল না, তবুও আমরা মনেপ্রানে বাংলা
ভাষাকে ভালোবাসতাম। আজ আমাদের নিজের দেশ আছে, স্বাধীনতা ও বিজয় দিবস আছে, কিন্তু
আমরা দেশকে সত্যিই ভালোবাসি কি? আজ আমাদের মাতৃভাষা দিবস আছে, তবুও আমরা বাংলা
ভাষাকে আগের মতই ভালোবাসি কি? আজ আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা আছে, কিন্তু
সমাজ আজও আগের মতই সাম্প্রদায়িকতার লেপ মুড়ি দিয়ে ভেঙ্গে ফেলছে বাংলাদেশের
অস্তিত্বের স্তম্ভগুলো। আজ আমাদের মা দিবস আছে, কিন্তু আমরা সত্যিই কি মাকে,
নারীকে ভালোবাসি?
ধর্ষণের এই মহোৎসবে থাকে যারা মৌন
আসলে তারা মানুষের কাছে নিজেকে করে গৌণ
ধর্ষিত আজ সুশীল সমাজ ধর্ষিত রাজনীতি
ধর্ষিত আজ ভবিষ্যৎ ধর্ষিত অতীত স্মৃতি
ধর্ষিত আজ বিরোধীদল ধর্ষিত সরকার
ধর্ষিত আজ মোদের গর্ব মোদের অহংকার
ধর্ষিত আজ শহীদ মিনার ধর্ষিত চেতনা
ধর্ষিত আজ লাল সবুজের আনন্দ বেদনা
হেসে খেলে সেলফি তুলে ধর্ষক আছে বেশ
চোখের জলে ভিজে শুধু ধর্ষিত বাংলাদেশ।
মস্কো, ১৪ মে ২০১৭
Comments
Post a Comment