মানুষের ছবি
হঠাত দেখা ছোট্ট রাজপুত্রের সাথে। একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করলো
- বলত এটা কিসের ছবি?
- দেখে তো মনে হয় বড় কালো বস্তা। গুপ্তধন?
- গুপ্তধন না ছাই। এটা মানুষের ছবি!
- মানুষের?
- হ্যাঁ, মানুষের। এতে অবাক হবার কি হল?
- আচ্ছা বুঝেছি। বোরকা পড়া মহিলা?
- ছাই বুঝেছ। বললাম তো মানুষের।
- হুম!
- মানুষ আজকাল নিজের চারিদিকে মিখ্যের এত মোটা আর কালো দেয়াল তুলেছে যে সেটা ভেদ করে তার হাত-পা, বিবেক-বুদ্ধি, মাথা-মুন্ডু কিছুই দেখা যায় না। সে যেন এক অপার্থিব জীব যে নিজেকে নিজের অজ্ঞতার প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে আলো-বাতাস আর আকাশের বিশালতা থেকে পাছে কেউ তার হীনতা আর দীনতা দেখতে পায়!
Comments
Post a Comment