এক দুই তিন চার
কোন ঘটনা একবার ঘটলে বলে আকস্মিক বা হঠাৎ ঘটে যাওয়া
ঘটনা (accident), একই ঘটনা দু' বার ঘটলে বলে কাকতালীয় (coincidence),
তিনবার ঘটলে বলে নিয়মিত ঘটনা (regularity), আর চার বার ঘটলে সেটা আইন
(law)। Один раз случайность, два раза совпадение, три раза
закономерность, а четыре раза закон. যদিও প্রথম নয় তবুও সরস্বতী পূজার
দিন ভোটের আয়োজন ও পরে বাতিল ধরা যেতে পারে এমন এক এক্সিডেন্ট। করোনার
মধ্যে ভোটের আয়োজন ও পরে কোন কোন জায়গায় বাতিল - সেটা কাকতালীয়। আর
বর্তমানে করোনা কালে একের পর এক প্রথমে ছুটি ঘোষণা পরে লক ডাউন, লক ডাউন
ভেঙ্গে সাধারণ মানুষকে ঢাকায় আসতে দিয়ে আবার কারখানা না খোলা এসব এত নিয়মিত
ঘটছে যে অনিয়মটাই নিয়ম হয়ে গেছে। এসব আর অ্যাকসিডেন্ট থাকছে না,
সুপরিকল্পিত ভাবে করা হচ্ছে যাতে মানুষের কল্যাণের জন্য গৃহীত যেকোনো
পদক্ষেপ শেষমেশ মানুষের বিপক্ষে যায়, দেশের বিপক্ষে যায়, সরকারের বিপক্ষে
যায়। এটাই যেন আজ আইন। আশির দশকে একাত্তরের শত্রুরা আমাদের একাত্তর ভুলিয়ে
দিতে চেয়েছিল, এখন একাত্তরের স্থপতিরাই কোন রকম জোর জবরদস্তি ছাড়াই মানুষকে
একাত্তর বিমুখ করছে। একমাত্র গানেই সম্ভব "তুমি সর্প হইয়া দংশন কর ওঝা
হইয়া ঝাড়"। বাস্তবে সেটা অসম্ভবের কাছাকাছি। আমাদের তাই ঠিক করতে হবে, আমরা
কি চাই? লক ডাউন? তাহলে কোন ছাড় না দিয়ে সেটাকে পালন করতে হবে। কিছু লোক
ঘরে থাকবে আর কিছু লোক অকারণে বাইরে জটলা করবে সে তো হয় না। তবে জোর করে
ঘরে আটকানোর আগে ভাবতে হবে যে মানুষকে আইন জারি করে ঘরে রাখা যায়, কিন্তু
আইন করে মানুষের ক্ষুধা তৃষ্ণাকে দূরে রাখা যায় না, সে জন্যে তাদের খাবার
আর পানীয় সরবরাহ করতে হয়। ঘরে থাকা বা ঘরে রাখা এটা এক জটিল প্রক্রিয়া। তার
জন্য প্রস্তুত হতে হয়, আর এ থেকে আশানুরূপ ফল পেতে হলে সেটা যাতে সবাই
পালন করে সেদিকে নজর দিতে হয়। এখন ভোটের সময় নয়। সুদূর প্রসারী চিন্তা
ভালো, তবে ঝড়ের সময় প্রথম ও প্রধান প্রাইওরিটি ঝড়ের কবল থেকে জান মাল রক্ষা
করা, কারণ জান মাল রক্ষা হলে যান মাল (যেটা করতে আজ অনেকেই ব্যস্ত) একদিন
ফিরে আসবে। ধনীদের আর মোল্লাদের সেবা তো অনেক হল, এবার না হয় একটু মানুষের
সেবায় প্রশাসনকে কাজে লাগান। তাতে আঁখেরে মেওয়া মিলবে।
দুবনা, ০৭ এপ্রিল ২০২০
দুবনা, ০৭ এপ্রিল ২০২০
Comments
Post a Comment