যুদ্ধ ব্যবসায়ী

জেলেনস্কির রাজনৈতিক দলের নেতা সংবাদ মাধ্যমকে জানাল যে গত বছর ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধের এক সমঝোতায় আসে যার মূল কথা ছিল ইউক্রেনের ন্যাটোয় যোগ না দেয়া ও ফিনল্যান্ডের মত নিরপেক্ষ দেশ হওয়া। সে সময় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কিয়েভে এসে এই চুক্তি সাক্ষর না করে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনের নেতৃত্বকে অনুপ্রাণিত করে। ফলাফল - পাঁচ লাখের মত ইউক্রেন সৈন্য নিহত, অনেক বেশি ভূমি হাতছাড়া, দেশের অর্থনীতি বিধ্বস্ত, দেশ ঋণে জর্জরিত, ইউরোপের অর্থনৈতিক মন্দা আর সারা বিশ্বের মানুষের অবর্ণনীয় দুর্ভোগ। এর জন্য কি বরিস জনসন নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হবে নাকি তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে? আমরা প্রায়ই অন্যএর বলে বলীয়ান হয়ে প্রতিবেশি, এমনকি নিজের ভাইবোনদের সাথে বিবাদে লিপ্ত হই, ভুলে যাই যে এসব তথাকথিত হিতাকাঙ্খীরা আসলে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে নিজেরাই খেতে চায়, রেখে যায় ধ্বংস, মৃত্যু আর সীমাহীন কষ্ট।

মস্কোর পথে, ২৬ নভেম্বর ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন