শব্দ
কাজানের ট্রেনে হঠাৎ করেই দু'জন প্রিয় মানুষের সাথে দেখা হয়ে গেল। কত কথা, কত গল্প। জীবনের সব গল্প যেন আজই শেষ করতে হবে। কথা বলতে বলতে একসময় গলা দিয়ে কি এক অদ্ভুত আওয়াজ বের হতে শুরু করল। কিছুতেই থামাতে পারছি না। ভয়েই ঘুম ভেঙে উঠে বসার অবস্থা। বেশ কিছুক্ষণ ধরে পরীক্ষা করে দেখলাম ঐ শব্দটা স্বপ্ন ছিল, নাকি সত্যি। একসময় আবার ঘুমিয়ে পড়লাম। বন্ধুরা আর এলো না।
সাড়ে সাতটার দিকে সহযাত্রীদের একজন আরেকজনকে বলল ইয়ং ম্যানের নাক ডাকার শব্দে রাতে তার ঘুম হয়নি।
আমি অবশ্য গলা দিয়ে বেরুনো সেই শব্দের রহস্য উদ্ধার করতে পেরে খুশিই হয়েছি। গুলিয়া এ রকম অবস্থায় আমাকে ডেকে তোলে। আজ পাশে ও ছিল না।
কাজান, ২৭ নভেম্বর ২০২৩
Comments
Post a Comment