ভয়
ধর্ম ব্যবসায়ীরা যতটা না যুক্তি আর ভালোবাসা দিয়ে তারচেয়েও বেশি ভয় দেখিয়ে মানুষকে ধর্মের পথে আনতে চায়। আজকাল তথাকথিত গণতান্ত্রিক বিশ্ব চীন-রাশিয়ার জুজুর ভয় দেখিয়ে বিভিন্ন দেশের মানুষদের পশ্চিমা গণতন্ত্রে দীক্ষিত করে। ঈশ্বর সর্বশক্তিমান। আমেরিকা, ইউরোপ সর্বশক্তিমান না হলেও পেশীর জোর একেবারে কম নয়। আমাদের দেশ দুর্বল। আরও দুর্বল দেশের রাজনৈতিক দলগুলো। তবে তারাও ভয় দেখিয়েই জনগণের ভালোবাসা অর্জন করতে চায়। আর এফেক্ট যাতে তাৎক্ষণিক হয় তাই পোড়ে গাড়ি, পোড়ে মানুষের কপাল। তবে তারা ভালোভাবেই জানে যে ভয়ই মানুষের ভক্তি আর ভোট লাভের অন্যতম প্রধান অস্ত্র।
দুবনা, ০৪ নভেম্বর ২০২৩
Comments
Post a Comment