Posts

Showing posts from March, 2025

পতাকা

Image
পতাকা নিজে কথা বলে না, কাউকে কোথাও ডাকে না। কিন্তু এই পতাকা হাতে নিয়ে, পতাকার সম্মান রক্ষার জন্য মানুষ যুদ্ধে যায়, শত্রুকে পরাজিত করে। শেখ মুজিব স্বাধীনতা চেয়েছিলেন কি না, তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন কি না সেই প্রশ্ন তুলে আজ বিভ্রান্তির সৃষ্টি করা তাই অবান্তর। কারণ একাত্তরে তিনি ছিলেন সেই পতাকা যাকে ঘিরে, যাকে বাঁচাতে আপামর বাঙালি যুদ্ধ করেছিল। এটা যারা বুঝতে চায় না তাদের দেশপ্রেম সন্দেহাতীত নয়। মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি এটা তখন ছিল বাঙালির মনের কথা। আর স্বাধীনতার জন্য সেই লড়াইয়ে জয় বাংলা ছিল মানুষের প্রাণের স্লোগান, তার প্রাণশক্তি তার বাঁচার মন্ত্র। দুবনা, ০৭ মার্চ ২০২৫

নস্যি

Image
ইদানীং কালে রাশিয়ান টিভি প্রায়ই সেই সমস্ত লোকদের খবর দেখায় যারা অনলাইন চিটারদের হাতে ধরা খেয়েছে। এই চিটাররা সাধারণত ইউক্রেন ভিত্তিক। তারা বিভিন্ন ভাবে বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধাদের বোঝাতে সক্ষম হয় যে তাদের টাকা গায়েব হয়ে যেতে পারে, তাই দ্রুত সেটা সাময়িক ভাবে অন্য একাউন্টে সরিয়ে নেয়া দরকার। এরা সাধারণত নিজেদের ব্যাংকের প্রতিনিধি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়। দীর্ঘ দিন যাবত টিভিতে এসব ব্যাপারে সতর্ক করা সত্ত্বেও অনেকেই ফাঁদে পা দিচ্ছে, কেউ কেউ এদের কথায় অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। এসব কমাতে সরকার ইতিমধ্যে এমনকি ভুক্তভোগী অনেককেই শাস্তি দিয়েছেন, কেননা তারা পারতপক্ষে ইউক্রেন বাহিনীকে অর্থ সাহায্য করছে। এইতো কিছুদিন আগে এক বিখ্যাত গায়িকা এভাবে ৫ কোটি রুবল চিটারদের হাতে তুলে দিয়েছে। এক স্কুলের ছাত্রকে বলা হয়েছে যে তার বাবা মা আসলে ইউক্রেনের সেনাদের টাকা দিচ্ছে, তাই সেই টাকা সরিয়ে ফেলা দরকার। সেই ছেলে বাবা মার অনুপস্থিতিতে সেফ ভেঙে ২০ কোটি রুবল এদের হাতে তুলে দিয়েছে আর যখন ভুল বুঝতে পেরেছে তখন আত্মহত্যা করছে। গতকাল বন্ধুরা জিজ্ঞেস করল - তোমাদের দেশে নিশ্চয়ই এমনটা হয়...