রাবণ

এক সময় রাশিয়ায় এক জোক চালু ছিল - যে রাজনৈতিক দলই গঠন কর না কেন দিনের শেষে তা সিপিএসইউ বা সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি হয়ে যায়।

বিগত কয়েক বছর বিভিন্ন লেখায় বলেছি আওয়ামী লীগ ও ছাত্রলীগ চারিত্রিক ভাবে জামায়াত শিবির হয়ে যাচ্ছে। আজ দেশের সরকার ডি ফ্যাক্টো জামায়াত শিবির দ্বারা পরিচালিত হচ্ছে । নিয়তির কি নির্মম পরিহাস যে বলতে হচ্ছে - জামায়াত শিবির আজ আওয়ামী লীগ ও ছাত্রলীগ হয়ে যাচ্ছে। যে অন্যায় অত্যাচার, যে আইনহীনতার, স্বজনপ্রীতির বিরুদ্ধে লড়াই করে সরকার ফেলানো হল আজ সেই সবই নতুন করে বিকশিত হচ্ছে বহু গুণ বর্ধিত কলেবরে। 

দুবনা, ১৩ মার্চ ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল