বন্ধু ও শত্রু

রাজনীতির মাঠে শত্রুর সাথে সমঝোতা হতে পারে কিন্তু বন্ধুত্ব নয়। কারণ রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকে ক্ষমতা, থাকে ক্ষমতা দখলের লড়াই, থাকে বিপক্ষ দলকে ক্ষমতার লড়াই থেকে দূরে ঠেলে দেবার অবিরাম প্রয়াস। তাই কোন প্রশ্নে সমঝোতা মানে শত্রুতার শেষ নয়। গর্বাচভ বা ইয়েলৎসিন এটা না বোঝায় দেশ হারিয়েছে। ভোটের রাজনীতি করে একই ভাবে ঠকেছে, ঠকছে উপমহাদেশের বিভিন্ন রাজনৈতিক দল। আদর্শিক শত্রু শত্রুর শত্রু হলেও বন্ধু হতে পারে না। এই সহজ সত্যটি বুঝতে না পারলে আখেরে পস্তাতে হয়। উদাহরণ খুঁজতে খুব দূরে যেতে হবে না। বাংলাদেশের যে সব রাজনৈতিক দল বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধের প্রতি আস্থাশীল তারা সবাই বিভিন্ন সময়ে এই ভুলটি করে আসছে। এদের ভুলের কারণেই সেই স্বাধীনতাই এখন প্রশ্নের সম্মুখীন।

মস্কো, ১০ মার্চ ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল