বোনাস

সার্ত্রে বলেছেন আমরা বাবা মা বাছাই করে নিতে পারি না। একই কথা বলা যায় ভাইবোনদের ক্ষেত্রেও। কিন্তু বন্ধু আমরা বেছে নিতে পারি, যেমন বেছে নিতে পারি রাজনৈতিক দল বা আদর্শ। অন্যান্য দলের মত কমিউনিস্ট পার্টি বা তার অঙ্গ সংগঠনগুলোর নেতা কর্মীরা দীর্ঘ দিন পরস্পরের পাশে থেকে লড়াই সংগ্রাম করে আসছে। এদের অধিকাংশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় যথাযথ ভাবে উত্তীর্ণ হয়েছে। তাই আজ যখন হাসিনার স্বৈরাচার, চব্বিশের গণ আন্দোলন নিয়ে কমিউনিস্ট পার্টি, উদীচী, ছাত্র ইউনিয়ন - এসব সংগঠনের মধ্যে বিভেদ দেখি তখন ভাবি এদের কাঁধে চড়ে জামায়াত শিবির শুধু ক্ষমতাই দখল করেনি, বোনাস হিসেবে তাদের চির শত্রু বামদের মধ্যে বিভাজন তৈরি করতেও সক্ষম হয়েছে। এসব ভাঙ্গন বাম রাজনীতির বা দেশের মানুষের জন্য কতটুকু মঙ্গল বয়ে আনবে সেটা জানি না, তবে এসব যে দক্ষিণ পন্থী সাম্প্রদায়িক শক্তির হাত শক্তিশালী করবে সে ব্যাপারে কোন রকম সন্দেহের অবকাশ নেই।

মস্কো, ১৮ মার্চ ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল