রাজনীতির কানা গলি
অভিযোগ উঠেছে যে সেনাবাহিনী বা সেনাপ্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ষড়যন্ত্ররত। কথাটা সত্য না মিথ্যা সে ব্যাপারে কিছুই বলার নেই। তবে একটি কথা সত্য - শেখ হাসিনার ফিরে আসার পথে যারা লাল গালিচা বিছিয়ে দিচ্ছে তারা আর কেউ নয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সমন্বয়করা আর নব্য রাজনৈতিক দল। সব ক্ষেত্রেই এদের অদক্ষতা ও বাড়াবাড়ি শেখ হাসিনার স্বৈরাচারী শাসনকে ছাড়িয়ে গেছে। আর এ কারণেই যে মানুষ গত জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল আজ তারাই শেখ হাসিনার সময়ে ভালো ছিল বলে অভিমত প্রকাশ করছে। সেনাবাহিনীও দেশ চালনায় বর্তমান সরকারের অযোগ্যতা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাই সেনাবাহিনী, ভারত, আমেরিকা, বিএনপি - এদের ঘাড়ে দোষ চাপানোর আগে নিজেদের অর্থ ও ক্ষমতার লোভ সংবরণ করে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে মনোযোগী হওয়া আর সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিনিধিত্বমূলক নির্বাচনের ব্যবস্থা করে দেশকে সত্যিকার অর্থে স্বৈরাচার মুক্ত করার কোন বিকল্প পথ নেই।
দুবনা, ২২ মার্চ ২০২৫
Comments
Post a Comment