পতাকা
পতাকা নিজে কথা বলে না, কাউকে কোথাও ডাকে না। কিন্তু এই পতাকা হাতে নিয়ে, পতাকার সম্মান রক্ষার জন্য মানুষ যুদ্ধে যায়, শত্রুকে পরাজিত করে। শেখ মুজিব স্বাধীনতা চেয়েছিলেন কি না, তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন কি না সেই প্রশ্ন তুলে আজ বিভ্রান্তির সৃষ্টি করা তাই অবান্তর। কারণ একাত্তরে তিনি ছিলেন সেই পতাকা যাকে ঘিরে, যাকে বাঁচাতে আপামর বাঙালি যুদ্ধ করেছিল। এটা যারা বুঝতে চায় না তাদের দেশপ্রেম সন্দেহাতীত নয়। মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি এটা তখন ছিল বাঙালির মনের কথা।
আর স্বাধীনতার জন্য সেই লড়াইয়ে জয় বাংলা ছিল মানুষের প্রাণের স্লোগান, তার প্রাণশক্তি তার বাঁচার মন্ত্র।
দুবনা, ০৭ মার্চ ২০২৫
Comments
Post a Comment