হাইজ্যাকার
কী আওয়ামী লীগ সরকার কী বর্তমান সরকার - দুই দলই হাইজ্যাকার। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ হাইজ্যাক করেছিল সেটা বিক্রি করে ক্ষমতায় টিকে থাকার জন্য, বর্তমান সরকার মুক্তিযুদ্ধকে হাইজ্যাক করেছে তাকে প্রাণে মারার জন্য। নিজের অস্তিত্বের জন্য আওয়ামী লীগের একাত্তরের চেতনা জিইয়ে রাখা যতটা অত্যাবশ্যক ঠিক তেমনি ভাবে বর্তমান সরকার ও তাদের মদত দানকারী শক্তির অস্তিত্বের জন্য দরকার একাত্তরের চেতনা বাংলাদেশের বুক থেকে চিরতরে মুছে ফেলা। এখানে আপোষের সুযোগ তেমন নেই।
দুবনা, ২৭ মার্চ ২০২৫
Comments
Post a Comment