সম্ভাবনা

মীর জাফর ভেবেছিল ইংরেজ বেনিয়াদের সহায়তায় ক্ষমতা দখল করে সেই হবে বাংলা বিহার উড়িষ্যার একচ্ছত্র অধিপতি। বাস্তবে সে হয়েছিল ইংরেজদের হাতের পুতুল। একজন কৃষকের যে স্বাধীনতা ছিল সেটাও তার ছিল না। একই কথা বলা যায় মোশতাক সম্পর্কে। অন্যের বলে বলীয়ান হয়ে ক্ষমতায় এসে রাজার অভিনয় করা যায়, রাজা হওয়া যায় না। কারণ সিংহাসন মানুষকে রাজা করে না, রাজা করে দেশের ভালো মন্দে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা। মীর জাফর, মোশতাকরা যা পারেনি অন্যেরা যে সেটা পারবে না একথা যেমন নিশ্চিত করে বলা যায় না, তেমনি সেটার সম্ভাবনা যে ক্ষুদ্রাতিক্ষুদ্র এ নিয়ে সন্দেহ করারও তেমন অবকাশ থাকে না।

মস্কো, ৩১ মার্চ ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল