রবীন্দ্রনাথ ও বাংলাদেশ
গত শনিবার ১০ই মে মস্কোস্থ বাংলাদেশ দুতাবাসে পালন হলো রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী| আমার তিরিশ বছরের মস্কো জীবনে এই প্রথম| এটা দুতাবাসের নিজের উদ্যোগেই হোক, আর সরকারী উদ্যোগেই হোক – নিঃসন্দেহে একটা সুন্দর প্রয়াস| জানি এ নিয়ে অনেকেই অনেক কথা বলবেন, দেশের বর্তমান বাস্তবতার কারণে সরকারের এসব প্রয়াসকে অনেকে হেয় করে দেখবেন, তবে আমার মনে হয় যেকোন ভাল উদ্যোগের প্রতি সাধুবাদ জানানো দরকার| আসলে জীবন মানেই তো একপা এগুনো আর দুই পা পেছানো, বা দুই পা এগুনো একপা পেছানো| স্থিতিশীলতার জন্যই এটা দরকার| বিশ্ব চলে এই নিয়মে, সরল গতি আমাদের সামনে নেয় ঠিক ই, তবে ঘুর্ণন আমাদের পেছাতে বাধ্য করে| আর এটা আছে বলেই আমরা আছি| আজকাল আমাদের মধ্যে অন্যের ভাল কাজের স্বীকৃতি দেবার সাহস বড়ই কম| মনে হয় ভাল মন্দ ব্যাপার না, কে করছে এটাই আসল কথা| সারা পৃথিবী জুড়েই এই অবস্থা| যাকগে – এবার আসি রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীর কথায়| আমাদের ছোট বেলায় আমরা রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী পালন করতাম| সুকান্ত ছিলেন বিপ্লবের কবি| সমাজতন্ত্রের সাথে সাথে সুকান্তও বিদায় নিয়েছে| এদিক থেকে ভাগ্যবান চে – এখনো সাম্যের প্রতীক হয়ে বেচ...