অপ্রত্যাশিত
অফিসে যাচ্ছি হাঁটতে হাঁটতে, হঠাৎ দেখা আমাদের পাবলিসিং ডিপার্টমেন্টের এক ভদ্রমহিলার সাথে। আমি অফিস যাই দেরী করে, ১২ টা - ১ টার দিকে, ওই সময় ও লাঞ্চ করতে যায়, দেখা হয় প্রতিদিন, তবে আজ "হঠাৎ" এ অর্থে যে, অন্য দিনের মতো "হাই" বলে পাশ কাটিয়ে না গিয়ে বললো - দুটো মিনিট সময় আছে আপনার? - হ্যা। আমি উৎসুকের দৃষ্টিতে তাকালাম। - আমার পিটারের বন্ধুরা আপনার ছবি দেখে অবাক হয়ে গেছে। আপনাকে অনেক শুভেচ্ছা দিয়েছে। এবার আমার অবাক হবার পালা। এসব ক্ষেত্রে যেটা হয়, আমি চোখ ছানাবড়া করে তাকিয়ে থাকি ওর দিকে। কোনো মতে বলি - পিটার, আমার ছবি .......... আমি সত্যি কিছুই বুঝতে পারছিলাম না। - পিটার, মানে সেন্ট পিটার্সবার্গ। - তা বুঝলাম, তবে আমার ছবি ওখানে গেলো কি ভাবে? আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ছবি পাঠাই, ওরা নিজেরা প্রদর্শনী করে বিভিন্ন ফটোগ্রাফারের ছবি দিয়ে। আমাকে জানায়, যেতে বলে। তবে যাওয়া হয়না কখনো। তবে পিটারে এমন কিছু হবে বলে তো শুনিনি। সব যেন গুলিয়ে যাচ্ছিলো। ও আমার অবস্থা দেখে বলে - ওই যে ভোলগায় বাম পাশ...