পরীক্ষা

২১ বছর আগে এই দিনে মানে ৪ নভেম্বর ১৯৯৫ তে বি এ (B A ) আমরা  পরীক্ষায় বসি।  অন্তহীন এ পরীক্ষা চলছে তো চলছেই।

গত কয়েক বছর হলো এ দিনটি রাশিয়ায় সরকারী  ছুটি। সবাই বলে জাতীয় ঐক্য দিবস, আমরা ভাবি আমাদের মিলন দিবস।

আমরা এমন অনেক কিছুই ভাবি।  কয়েক মাস আগে পর্যন্তও মস্কোতে আমাদের গেট কোড ছিল m১Kn২। m১ ছিল  আমাদের ফ্ল্যাট নাম্বার। আমরা সযত্নে নাম্বারটা গোপন রাখতাম প্রতিবেশীদের কাছ থেকে,  কেননা ধারণা ছিল এটা  শুধু আমাদেরই জন্য। কিছুদিন আগে কোড বদলালো, এখন আর m১ আমাদের ফ্ল্যাট নাম্বার নয়। পরে জানলাম, আগের কোডটাও সবার জন্য ছিল, আর আমাদের  ফ্ল্যাটের সাথে মিলটা ছিল কাকতালীয়।

ফ্ল্যাট কাহিনীতে মনে পরে গেলো সেই বিখ্যাত গল্প। বৃদ্ধা সারাহ গেছে ডাক্তারের কাছে। বাইরে বসে আছে বুড়ো মইসেই।  বসে আছে আর ভাবছে হাজারো কথা।  শেষ পর্যন্ত যখন সারাহ বেরুলো, দৌড়ে গেলো মইসেই। উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলো,

- কি হয়েছে? কি বললো ডাক্তার?

- আর বোলো না, আমরা যাকে এতো বছর অর্গাজম  বলে ভাবতাম, আসলে ওটা নাকি আমার হাঁপানি।

যাক। মস্কো যাই।  সরকারী  ছুটির উপলক্ষয় যাই  হোক, সবাই বসে কেক কাটতে তো মানা  নেই।


দুবনা, ০৪ নভেম্বর ২০১৬




Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন