রসিক প্রকৃতি

প্রকৃতি আজকাল বেজায় রসিক।  যদিও মানুষ তার রসিকতাকে বেরসিক বলেই মনে করে।

ধরুন বাইরে যাচ্ছেন, নতুন জামা-কাপড় পরে বেরুতে না বেরুতেই প্রকৃতি মেঘরূপে উড়ে এসে আপনার গায়ে হিসি করে দিলো।
অথবা, বলা নেই কওয়া নেই, আপনার বাগানবাড়ী  বা পাকা ধানের ক্ষেতে  তান্ডব ডিস্কো  নাচ নেচে গেলো।  প্রকৃতির আর দোষ  কি বলুন?
আমাদের দেখেই তো শেখে।  ট্রাম্প আর ক্লিনটন সর্বকালের সর্বশ্রেষ্ঠ  যে কমেডির জন্ম দিয়ে যাচ্ছে, তা দেখে না শেখাটাই গাধামী।

প্রকৃতি শুধু আমাদের সাথেই  রসিকতা করে না,  করে গাছপালার সাথেও।  এইতো অফিসে আসার পথে দেখলাম সদ্য  গজানো শিশু সবুজ পাতাগুলো
শীতে থর থর করে কাঁপছে।  কেন? কয়েকদিন আগে বেশ ঠান্ডা পড়েছিল।  গাছেরা  মনে করেছিল শীত এসে গেছে। এরপর যখন একটু গরম পড়লো, ঘুম ভাঙলো
গাছেদের, আড়মোড়া ভেঙে ঘুম থেকে  উঠলো  সবাই। ভাবলো বসন্ত এসে গেছে। গজালো নতুন পাতা।  হেসে উঠলো প্রকৃতি, অট্টহাসি হেসে আবার বরফে ঢেকে দিলো সব।

ওরই  বা দোষ  কি? আমরা মানুষেরাই তো গণতন্ত্র নিয়ে আসি দেশে দেশে, মানুষকে লোভ দেখাই, স্বপ্ন দেখাই, আর মানুষ যখন মেতে উঠে বিপ্লবের  আনন্দে, পরিবর্তনের আনন্দে, কোন আল-কায়েদা, তালেবান বা এই এস এর উপর দ্বায়িত্ব দিয়ে চলে যাই  দূরে, নিজেদের দেশে।  হ্যা, এটাই আজকের রাজনীতি, আজকের জীবনাদর্শ, আমেরিকান ড্রিম। প্রকৃতিও পিছিয়ে নেই। ঠিক শিখে গেছে।

দুবনা, ০২ নভেম্বর ২০১৬


Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা