পোষাক

আমার কোনো দিনই পোষাক -আষাকের প্রতি তেমন কোনো কোনো আগ্রহ ছিল না, একটা পড়লেই হলো।
কয়েকদিন আগে গিন্নি বলছিলো,

- জামা-কাপড়গুলোর তো বয়স কম হলো না, এবার বদলানো দরকার।
(У тебя одежда уже старая, надо поменять)
- আমারতো মনে হয়, আমার যা কিছু আছে তার মধ্যে ৫২ বছরের এই শরীরটাই সব চেয়ে বেশি পুরানো।
(Из всего что у меня есть, самое старое, это мое тело)
- মানে?
(Что ты хочешь говорить?)
- মানে আর কি, পুরানো জিনিষ যদি বদলাতেই হয়, শরীর বদলিয়েই শুরু করতে হয়।
(Если менять надо старое, то начинать надо с телом)
- বাজে বোকো নাতো।
(Не говори глупости)
- বকছি না, শুধু আরেকটা অপশন দিচ্ছি। সবচেয়ে সস্তা অপশন। জীবনের দাম যেভাবে কমছে,
কিছু দিন পরে ঘুষ দিতে হবে জীবন ত্যাগের জন্য।
(Я не говорю глупости, просто предлагаю еще один вариант, самый дешевый
вариант. Так быстро жизнь дешевеет, что скоро надо будет взятки давать,
чтобы избавиться от нее)
- যত্ত সব বোকামী।
(Глупость какая-то)

ভাগ্যিস ও বাংলাদেশের খবর রাখে না, তাহলে বুঝতে পারতো ওখানে সংখ্যালঘুরা বাড়ীঘর ঘুষ হিসেবে
দেয় যাতে ওদের এক্সপ্রেস মেইলে স্বর্গে পাঠিয়ে দেওয়া হয়।

দুবনা, ১৫ নভেম্বর ২০১৬



Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

ছোট্ট সমস্যা

প্রায়োরিটি