অন্ধকারের গল্প
বন্দুকের গুলীতে ঝাঁঝরা হয়ে যাওয়া সবুজ মাঠে
রক্তে ভেঁজা যে লাল সূর্য্যটা উঠেছিল
সকাল না পেরুতেই গ্রাস করলো তাকে রাহু
চারিদিকে নেমে এলো ঘন কালো আঁধার
ভয় আর অনিশ্চয়তায় ঘেরা
মানুষেরা হারিয়ে গেলো সে আঁধারে
দেশ জুড়ে শুধু শকুনের ডাক আর হায়েনার হাসি
কাটে দিন, কাটে রাত্তির
বছর পেরিয়ে যায়, চলে যায় যুগ
রয়ে যাওয়া কিছু মানুষের বুকে যে কান্না ছিল
ছিল ব্যথা, ক্রোধ আর ক্ষোভ -
সে সব শক্তি হয়ে একদিন ছিঁড়ে ফেলে আকাশ
দেখা দেয় সূর্য্যের আভাস
সবাই ভাবে, এ বুঝি নতুন সূর্য্য, নতুন সময়ের ডাক
আবার মানুষেরা বেরিয়ে আসে
রাস্তায়, মাঠে, ঘাটে
কিন্তু ..
অন্ধকারে ঘাপটি মেরে থাকা রাক্ষস ঝাঁপিয়ে পরে ওদের উপর
আবার মাটি হয় লাল, বাতাসে মা আর বোনের ক্রন্দন
কিই বা করার আছে?
এতদিনে সবাই বুঝে গেছে
ওটা সকালের সূর্য্য ছিল না,
ছিল সূর্য্যাস্তের আলো
সামনে শুধুই অন্তহীন রাত
অনিশ্চিত, নির্বিবেক আর কালো।
দুবনা, ১৫ নভেম্বর ২০১৬
রক্তে ভেঁজা যে লাল সূর্য্যটা উঠেছিল
সকাল না পেরুতেই গ্রাস করলো তাকে রাহু
চারিদিকে নেমে এলো ঘন কালো আঁধার
ভয় আর অনিশ্চয়তায় ঘেরা
মানুষেরা হারিয়ে গেলো সে আঁধারে
দেশ জুড়ে শুধু শকুনের ডাক আর হায়েনার হাসি
কাটে দিন, কাটে রাত্তির
বছর পেরিয়ে যায়, চলে যায় যুগ
রয়ে যাওয়া কিছু মানুষের বুকে যে কান্না ছিল
ছিল ব্যথা, ক্রোধ আর ক্ষোভ -
সে সব শক্তি হয়ে একদিন ছিঁড়ে ফেলে আকাশ
দেখা দেয় সূর্য্যের আভাস
সবাই ভাবে, এ বুঝি নতুন সূর্য্য, নতুন সময়ের ডাক
আবার মানুষেরা বেরিয়ে আসে
রাস্তায়, মাঠে, ঘাটে
কিন্তু ..
অন্ধকারে ঘাপটি মেরে থাকা রাক্ষস ঝাঁপিয়ে পরে ওদের উপর
আবার মাটি হয় লাল, বাতাসে মা আর বোনের ক্রন্দন
কিই বা করার আছে?
এতদিনে সবাই বুঝে গেছে
ওটা সকালের সূর্য্য ছিল না,
ছিল সূর্য্যাস্তের আলো
সামনে শুধুই অন্তহীন রাত
অনিশ্চিত, নির্বিবেক আর কালো।
দুবনা, ১৫ নভেম্বর ২০১৬
Comments
Post a Comment