গোলক ধাঁধাঁ
আট বছর আগে এই ফেসবুকের পাতা ভরে গিয়েছিল ওবামামানিয়ায়, আজ সেই জায়গা নিয়েছে ট্রাম্পফবিয়া। ব্যাক্তিগতভাবে এতে আমার যে ঠাণ্ডা বা গরম লাগে, তা নয়, তবে যেহেতু লেখে বন্ধুরা, তাই এটা আমার মনে এক ধরনের কৌতুহলের উদ্রেক করে। তাই এই লেখা। যদিও আমি জানি, এতে আমার বন্ধুদের, ট্রাম্পের বা তার সমর্থকদের অথবা ওবামা বা হিলারী বা তাদের সমর্থকদের কারোরই কিছু আসবে যাবে না। তবে যেহেতু ঘটনা ঘটে আর তার ফলে মনে প্রশ্নের উদ্রেক হয় – তাই এই প্যাচাল পাড়া। বয়েস বাড়ছে। ট্রাম্পের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ মেয়েদের। হ্যা, তার খোলামেলা কথাবার্তা, যেটা ফলাও করে প্রচার করেছে সংবাদ মাধ্যম, সেটা হয়াই স্বাভাবিক। তবে একই সময় যখন দেখি সেই লোকই বছরের পর বছর বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আয়োজন করেছে, তখন ভেবে পাই না, কিভাবে একজন মানুষ যে নারীদের সৌন্দর্যের পুজারী, যে সেই সৌন্দর্যকে চার দেয়ালের ভেতর থেকে মুক্ত বিশ্বে নিয়ে আসে, সে কিভাবে নারী বিদ্বেষী হয়? আজ এমনকি রক্ষনশীল মুসলিম দেশগুলোতেও তাদের মত করে এই প্রতিযোগিতা হয়। তাই ট্রাম্পকে নারীমুক্তির এক দুত না বলে নারী বিদ্বেষী পুরুষ বলা – এর পেছনে নিশ্চয়ই অ...