Posts

Showing posts from 2019

আদর্শ

Image
এই যে এত আদর্শ আদর্শ করেন, তা কত প্রগতিশীলই তো মৌলবাদী হয়ে গেল, কিন্তু মৌলবাদীরা তো প্রগতিশীল হয়না। কি  ব্যাপার বলুন তো? কি আর ব্যাপার। আদর্শের প্রতি অটল বিশ্বাস? মানে? ঠাট্টা করছেন? ঠাট্টা কেন হবে? সত্যি কথা বলছি। তাহলে একটু খুলে বলুন। দেখুন, প্রগতিশীল মানেই বিজ্ঞানমনস্ক আর মার্ক্সবাদী। অন্তত গড়পড়তা সেটা এমনটাই। ধরলাম। এরা বিজ্ঞানের কি জানে? আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, মানে তারা বিশ্বাস করে সব কিছুই আপেক্ষিক। আর মার্ক্সের কাছ থেকে তারা শিখেছে সব কিছুই পরিবর্তনশীল। ঠিক? ঠিক! তাই প্রগতিশীলরা মার্ক্সের তত্ত্বে বিশ্বাস রেখে বদলায়। কিন্তু বদলিয়ে যাবে কোথায়? বদলাতে বদলাতে মৌলবাদী হয়ে যায়। তখন তারা আশ্রয় নেয় আইনস্টাইনের। বলে প্রগতিশীলতা, মৌলবাদ - সবই আপেক্ষিক, আসল কথা কে, কোত্থেকে দেখছে। আর এভাবেই তারা তাদের পরিবর্তনকে যৌক্তিক করে অন্যের চোখে। তারা যে যুগের হাওয়ার সাথে তাল মিলিয়ে চলতে পারছে তা নিয়ে গর্বও বোধ করে। আর মৌলবাদীরা? মৌলবাদীরা ডগম্যাটিক। তারা পরিবর্তনে বিশ্বাস করে না, তাদের জগত হাজার হাজার বছর আগে যেমন ছিল, আজও তেমনই আছে। তাদের আদর্শ আবসাল্যুট, আপেক্ষিকতার কোন স্থান ...

ক্যাবলার প্যাঁচাল

Image
ভারতে এখন নাগরিকত্ব আইন নিয়ে বিভিন্ন আন্দোলন চলছে। মোদি সরকার আইন পাশ করেছে সংসদে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে, সমাজের বাকী অংশ, বিশেষ করে প্রগতিশীল বুদ্ধিজীবী, বাম রাজনৈতিক দল, ছাত্র সমাজ এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, হচ্ছে মিটিং মিছিল। বাংলাদেশেও এই বিলের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের সাথে সংহতি প্রকাশ করে মিছিল করেছে সিপিবি। ফেসবুকের বাংলাদেশ ডোমেনেও তাদের প্রতি আছে সমর্থন। অনেকেই হ্যাস ট্যাগ নো ক্যাব আন্দোলন করছেন। আবার একই সাথে অনেকেই, বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই এবং বাংলাদেশ বা পাকিস্তান থেকে যারা ভারতে এসে বসবাস করছেন, তাদের সমর্থন দেখছি বিলের পক্ষে। দু দলেই ব্যক্তিগত অনেক পরিচিত মানুষ থাকার ফলে, তাদের রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে ভালো ধারণা থাকায় হুট করে কিছু বলাটাও সম্ভব হচ্ছে না। প্রথমেই আসি বাংলাদেশের কথায়। এখানে অনেককেই দেখছি যারা একই ঘটনা যখন বাংলাদেশে   ঘটে, মানে যখন বাংলাদেশে ধর্মীয়সহ বিভিন্ন ধরনের সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়, তখন মুখ খুলেন না। গতকাল আপনি কোন ঘটনার প্রতিবাদ না করলে আজ যে সে ধরনের ঘটনার প্রতিবাদ করতে পারবেন না সেটা ঠিক নয়। তবে আপনার প্রত...