হারমোনি

তোমার পাশে যে লোকটা বসে আছে সে তোমার ভাই। তোমরা একই পিতার ঔরস জাত। একই মায়ের গর্ভে তোমাদের জন্ম। একই মায়ের স্তন্য পান করে তোমাদের বড় হওয়া। একটা সময় ছিল, যখন তোমারা দুজন একে অন্যকে নিয়ে স্বপ্ন দেখতে, বিপদে আপদে একে অন্যকে আগলে রাখার শপথ নিতে। স্বপ্ন দেখতে একদিন তোমরা কিভাবে বাবা মায়ের পাশে দাঁড়াবে। ও হ্যাঁ, আরও একটা কথা - তোমার ভাইয়ের ধর্ম আর তোমার ধর্মও একই। তুমি হিন্দু হলে সে হিন্দু, তুমি মুসলিম হলে সে মুসলমান, তুমি বৌদ্ধ হলে সে বৌদ্ধ, তুমি খ্রিস্টান হলে সেও খ্রিস্টান। ভাই বা বোনের চেয়ে আপন আর কে আছে তোমার? তারপরেও দেখ পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা কিন্তু ভাইয়ের সাথে ভাইয়ের, ভাইয়ের সাথে বোনের অথবা বোনের সাথে বোনের। এটা পৃথিবীর অধিকাংশ পরিবারের নিত্য দিনের ইতিহাস, আমাদের দেশে তো বটেই। এক পিতা, এক মাতা, এক ধর্ম - কিছুই তাদের বন্ধু বানাতে পারেনি। ধন সম্পদ, লোভ লালসা তাদের শত্রু বানিয়েছে। তাই যারা বলে দেশ থেকে সব বিধর্মীদের তাড়ালে শান্তি নেমে আসবে, একই ধর্মের সবাই সুখে থাকবে - তারা মিথ্যে বলে। জিজ্ঞেস করে দেখ, তাদের পরিবারে কী অবস্থা, তাদের ভাই বোনদের সম্পর্ক কেমন? এই যে মানুষে মানুষে হানাহানি, তার মুলে মানুষের এই লোভ, অন্যের ধন হাতিয়ে নেওয়ার লোভ। অনেক কিছুর মত ধর্ম হল সেই লোভকে বাস্তবে রূপ দেওয়ার একটা হাতিয়ার মাত্র। ধর্মের নামে অন্যায় করলে সেটা ন্যায় হয়ে যায় না। সুখের, শান্তির প্রথম ও প্রধান শর্ত অন্যের অধিকারকে শ্রদ্ধা করা, অন্যের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হওয়া। অন্যের অধিকার খর্ব করে সাময়িক ভাবে সুখ পাওয়া যায়, কিন্তু সমস্যার সমাধান হয়না, বরং একদিন সেটা আরও বড় আকারের সমস্যা হিসেবে দেখা দেয়। তাই ধর্ম ব্যবসায়ীদের কথা নয়, যারা মানবতার জয়গান গায় তাদের কথা শোন, পাশের বাড়ির লোকটা যাতে অধিকার বঞ্চিত না হয় সে জন্যে সোচ্চার হও। দেখবে সে পথ দিয়ে তোমার বাড়িতেও শান্তি আসবে। শুধুমাত্র পারিপার্শ্বিক সব কিছুর সাথে হারমোনিই প্রকৃত সুখ আর শান্তি আনতে পারে।

দুবনা, ১২ ডিসেম্বর ২০১৯ 
 
 
 

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন