মানুষ ও দেবতা

আমাদের বাড়িতে বই পড়ার হবি ছিল সবারই। দুপুরে খাওয়ার পর সবাই বই হাতে শুয়ে পড়ত। সবার ছিল নিজ নিজ সংগ্রহ। কিছু কিছু বই ছিল ব্যক্তিগত, তবে অধিকাংশ বইই যে কেউ নিয়ে পড়তে পারত বিনা অনুমতিতে। সুধীর দা ছিলেন বই কেনার ক্ষেত্রে অগ্রগামী। বিভিন্ন ধরণের বই কিনতেন, নিজে পড়তেন, অন্যদের পড়তে দিতেন। একবার তিনি এরিক ফন দানিকেনের বই কিনতে শুরু করেন আর আমরাও খুব আগ্রহ নিয়ে পড়তে শুরু করি সেই বই। এদের একটা ছিল দেবতা কি গ্রহান্তরের মানুষ? এরপর কেটে গেছে একটা পুরো জীবন। নতুন ভাবে সব কিছু দেখার আগ্রহ জেগেছে। আজ হঠাৎ করেই মনে হল সেই বইয়ের কথা। মনে হল দেবতারা হয়তো পৃথিবীরই মানুষ। অন্তত তাদের অনেকেই।  


আচ্ছা এই যে রাম বা কৃষ্ণের কথা বলি, যারা আজ শুধু দেবতাই নন, ভগবানের অবতার - তারা তো মানুষই ছিলেন। তাঁরা ঐতিহাসিক কিনা সে নিয়ে প্রশ্ন আসতে পারে, তবে গৌতম বুদ্ধ, মহাবীর, খ্রিষ্ট এরা তো ঐতিহাসিক ব্যক্তিত্ব। এই তো সেদিন পর্যন্ত জাপানের সম্রাটকে সূর্যের বংশধর বলে বিশ্বাস করা হত আর থাইল্যান্ডের রাজা ছিলেন চন্দ্র বংশীয়। আজ কি অনেকেই গাঁধি, জিন্নাহ, শেখ মুজিব এদের দেবতুল্য বলে মনে করে না? বা রবীন্দ্রনাথকে, সুভাষ বসুকে? সোভিয়েত ইউনিয়নে রাস্তার মোড়ে মোড়ে ছিল লেনিনের স্ট্যাচু। পূজা করা না হলেও এখানেই নবদম্পত্তিরা আসত বিয়ের পরে। বারাক অবামা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে তাঁকে নিয়েও দেখা গেছে মানুষের উচ্ছ্বাস। ফিডেল ক্যাস্ট্রো ছিলেন জীবন্ত লিজেন্ড। চে গুয়েভারার জনপ্রিয়তা দেখে ঈশ্বর পর্যন্ত ঈর্ষান্বিত হতে পারেন। ঈশ্বর বা দেবতাদের আমরা চোখে দেখিনি, তবে বিশ্বাস করেছি বা করি তাঁদের অসীম শক্তিতে। মানুষ নিজে যা করতে পারে না সেটা করার ক্ষমতা দিয়ে ভূষিত করে দেব দেবীদের। যখন প্রতিমা তৈরি করা হয় শিল্পী তার সমস্ত মেধা দিয়ে চেষ্টা করে দেব দেবীদের স্বর্গীয় রূপ আর গুণ ফুটিয়ে তুলতে। সাধারণ মানুষ বিশ্বাস করে তাঁদের অলৌকিক শক্তিতে, বিশ্বাস করে ঠিক মত ডাকলে তাঁরা নিশ্চয়ই মানুষকে সব বিপদ থেকে উদ্ধার করবেন আর যদি না করেন মানুষ নিজেকে দোষ দেয় ঠিক ভাবে তাঁদের ডাকতে পারেনি বলে। যতদিন পর্যন্ত মানুষ নিজের শক্তিতে বিশ্বাস না করতে শিখবে ততদিন পর্যন্ত দেবতাদের রাজ্য নিরাপদ। কিন্তু একদিন যদি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সত্যি সত্যি মানব সমাজে উন্নয়নের চাকা ঘোরাতে মূল শক্তিতে পরিণত হয় তখন কি দেবতাদের রাজ্য টিকে থাকবে?   

দুবনা, ২৫ ডিসেম্বর ২০২০   



Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন