জয় পরাজয়
অনেক দিন আগে একটি গল্প শুনেছিলাম ফিওদরের মুখে। শয়তান এক নিষ্ঠাবান ছেলেকে নিজের সাগরেদ করবে বলে বিভিন্ন প্রলোভন দেখায়। তাতে কাজ না হলে তাকে বিভিন্ন কষ্টে ফেলে, এমনকি তার বান্ধবীকে হত্যা পর্যন্ত করে যেন সে ক্রুদ্ধ হয়ে শয়তানকে আঘাত করে। উদ্দেশ্য একটাই ছেলেটিকে তার পথ থেকে বিচ্যুত করা। তৎক্ষণাৎ লাভের আনন্দে আমরা প্রায়ই ভুলে যাই কী মূল্যে সেটা পেলাম। আর মূল্যটা অনেক সময় হয় অকল্পনীয় রকমের বেশি যদিও সেটা খোলা চোখে দেখা যায় না। কারণ এর ফলে প্রজন্মের পর প্রজন্মের দীর্ঘ দিনের শ্রমে গড়ে তোলা সামাজিক, সাংস্কৃতিক ও আইনি ব্যবস্থার ভিত চিরতরে ভেঙে পড়তে পারে। শত্রুকে ঠেকাতে যদি যেসব ভিত্তির ওপর রাষ্ট্র দাঁড়িয়ে , যেসব ভিত্তি কোন রাষ্ট্রকে ডিফাইন করে সেসব উপড়ে ফেলতে হয় তবে সে জয় পরাজয়ের চেয়েও লজ্জাজনক। কারণ এতে কোন ব্যক্তি বা দল জিতে গেলেও সমাজ ও রাষ্ট্র নৈতিক ভাবে পরাজিত হয়। দুবনা, ০১ জুন ২০২৪