প্রশ্ন
ভারতীয় পৌরাণিক কাহিনীতে দেবতা ও দানবেরা মিলে সমুদ্র মন্থন করে অমৃত মন্থন করেছিল। পরে দেবতারা কৌশলে সেটা নিজেরা নিয়ে অমরত্ব লাভ করে। স্বর্গ মানে কর্মহীন অলস জীবন, অন্তহীন ভোগবিলাস। পক্ষান্তরে নরক তার বিপরীত। অগ্নিকুণ্ডে বা অন্যান্য জায়গায় সীমাহীন দুর্ভোগ। এখন এটাকে যদি শোষক আর শোষিতের সাথে তুলনা করি তাহলে কী দেখি? দু' দল মিলে উৎপাদন করছে, একদল সমস্ত মুনাফা নিজের করে নিয়ে মহা সুখে জীবন যাপন করছে, অন্য দল নুন আনতে পান্তা ফুরায় অবস্থায় জীবনের ঘানি টানছে।
কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর
মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর
রুশরা বলে সব গল্পেই কিছুটা সত্য আছে, আছে ইঙ্গিত। সোভিয়েত আমলে যখন অনেক কিছুই প্রকাশ্যে বলা যেত না। তাই এরা বিভিন্ন আনেকডোট, বিভিন্ন কৌতুকের মাধ্যমে অনেক ঘটনার বর্ণনা দিত, গোপনকে প্রকাশ্যে নিয়ে আসত। পৌরাণিক কাহিনী সে সময়ের জীবনের এরকম বর্ণনা নয়তো?
দুবনা, ০৮ মে ২০২৪
কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর
মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর
রুশরা বলে সব গল্পেই কিছুটা সত্য আছে, আছে ইঙ্গিত। সোভিয়েত আমলে যখন অনেক কিছুই প্রকাশ্যে বলা যেত না। তাই এরা বিভিন্ন আনেকডোট, বিভিন্ন কৌতুকের মাধ্যমে অনেক ঘটনার বর্ণনা দিত, গোপনকে প্রকাশ্যে নিয়ে আসত। পৌরাণিক কাহিনী সে সময়ের জীবনের এরকম বর্ণনা নয়তো?
দুবনা, ০৮ মে ২০২৪
Comments
Post a Comment