গুরু শিষ্য

সত্যিকার গুরু যিনি শিষ্যের শুধু ভালোই চান না, তাকে ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়ে নিজেও তার মাঝে বেঁচে থাকতে চান তিনি শিষ্যকে বলেন তাঁকে অনুসরণ করতে। আর যে গুরু শিষ্যের কাঁধে ভর করে নিজের ভবিষ্যৎ কন্টকমুক্ত করতে চায় তারা বলে আমাকে অনুসরণ করার দরকার নেই, আমি যা বলি তা কর।

আমেরিকায় FARA (Foreign Agent Registration Act) বলে এক আইন আছে যার মাধ্যমে আমেরিকায় যারা বিদেশী স্বার্থ প্রমোট করে তাদের নিয়ন্ত্রণ করা হয়। এই আইন প্রণয়ন করা হয় ১৯৩৮ সালে। রাশিয়া কয়েক বছর আগে আমেরিকার আইনের চেয়ে শিথিল কিন্তু অনুরূপ একটি আইন পাশ করলে পশ্চিমা বিশ্ব থেকে তীব্র বিরোধিতার সম্মুখীন হয় এটা অগণতান্ত্রিক ও মানবাধিকারের পরিপন্থী অভিযোগে। এখন জর্জিয়া অনুরূপ একটি আইন পাশ করতে গিয়ে আমেরিকার তীব্র সমালোচনা ও বিরোধিতার মুখে পড়েছে। কথায় বলে যা জিউসের জন্য অনুমোদিত ষাঁড়ের জন্য তা অনুমোদিত নয়। গণতন্ত্রে সবাই সমান। সমস্যা একটাই - কেউ জিউস আর বাকিরা বলদ।

দুবনা, ১৫ মে ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন