বিশ্বাস

আজকাল প্রায়ই টেলিফোন স্ক্যামারদের লোক ঠকানোর খবর পাওয়া যায়। এবং এসব ঘটনার শিকার হন বেশিরভাগ ক্ষেত্রে জীবন সম্পর্কে অভিজ্ঞ লোকজন। এটাকে আমরা বোকামি ভাবতেই পারি। কিন্তু এই বোকা সাজার ইচ্ছে যেন আমাদের সবাইকে তাড়া করে। অধিকাংশ মানুষ চায় অল্প পরিশ্রমে অধিক উপার্জন করতে। তা সে কোটিপতি হোক আর রাস্তার ভিখারি হোক। এ থেকেই আমাদের স্বাভাবিক বিচার বুদ্ধি লোপ পায়। আমরা ছুটি অলৌকিক কিছুর পেছনে। ধর্ম বলি, রাজনৈতিক নেতাদের মিথ্যে আশ্বাস বলি, টেলিফোন স্ক্যামারদের কথায় বিশ্বাস বলি - এ সবই একই সূত্রে গাঁথা। এর ফলে কিছু মানুষ অগাধ সম্পদ ও ক্ষমতা লাভ করে আর অধিকাংশ মানুষ সর্বশান্ত না হলেও মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। সমস্যা কোথায় - ধর্মে আর রাজনীতিতে নাকি মানুষের লোভ আর অন্ধবিশ্বাসে? লোভ, অন্ধবিশ্বাস এসব মানুষের সহজাত প্রবৃত্তি, ধর্ম ও রাজনীতি হল অস্ত্র যা ব্যবহার করে লোক ঠকানো যায়। তবে ঠকাবে কি না সেটা নির্ভর করে ধর্ম ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা কর্মীদের উপর। তাই দিনের শেষে মানুষ নিজেই তার ভাগ্য বিধাতা।

দুবনা, ১৪ মে ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

প্রশ্ন

পরিমল