গাছ ও মানুষ
আজ একটা পোস্টে দেখলাম ভারতে মাথাপিছু গাছের সংখ্যা ১০, চীনে ৩০, রাশিয়ায় ৬ হাজারের বেশি , কানাডায় ১০ হাজারের অধিক ইত্যাদি। বাংলাদেশের নাম নেই সেই তালিকায়। এখন গাছের দিক থেকে দেখা যাক, মানে লেখক মানুষ না হয়ে যদি গাছ হত আর গাছেদের কান্ডবুকে স্ট্যাটাস দিত সেটা হত এমন
কানাডায় ১০ হাজারের বেশি গাছের দেখাশোনা করে মাত্র এক জন মানুষ, রাশিয়ার ৬ হাজারের অধিক গাছের সেবায় নিয়োজিত একজন মানুষ, চীনে প্রতি ৩০ জন গাছের পেছনে সময় দেয় একজন আর ভারতে দশজন গাছের সুশ্রষায় নিয়োজিত একজন মানুষ। আর বাংলাদেশে একাধিক মানুষ একটি গাছের যত্নে নিয়োজিত।
আসলে কে কোন জায়গা থেকে দেখে তার উপর অনেক কিছুই নির্ভর করে।
দুবনা, ১১ মে ২০২৪
Comments
Post a Comment