দোয়া

আমাদের দক্ষতা ও মানসিকতার চেয়েও বেশি অভাব ধৈর্যের, ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়ার। যেখানে অন্যেরা 

God helps those who help themselves 

পুরোটা পড়ে কাজে নামে, সেখানে আমরা

God helps

পড়েই নেমে পড়ি আর দোয়া, আশীর্বাদ এসবের উপর ভরসা করে বসে থাকি। যেহেতু আমেরিকা ইমিগ্র্যান্ট দের দেশ, ওরা দোয়া বেশি পায়। এসব শুনে এক পুরানো গল্প মনে পড়ল 

সাত সকালে মোইশা কোথায় যেন যাচ্ছে দেখে সারা জিজ্ঞেস করল 

তুমি এত ভোরে কোথায় যাচ্ছ?
জান না যে সকালে ওঠে ঈশ্বর তাকে সাহায্য করে?

কিছুক্ষণ পরে সব টাকা হারিয়ে কিল গুতা খেয়ে মোইশা বাড়ি ফিরলে সারা জিজ্ঞেস করল 

এ কি অবস্থা তোমার?
আর বল না, কে যেন আমার চেয়েও আগে ঘুম থেকে উঠেছিল। 

হ্যাঁ, দোয়ার আশায় বসে থাকলে অন্যেরা বেশিরভাগ সময় বেশি দোয়া পাবে। দোয়া তো ঘুষ দিয়ে নেয়া যায় না!

মস্কো, ২৪ মে ২০২৪

Comments

Popular posts from this blog

পরিমল

নেতা

শুভ নববর্ষ ১৪৩১