সমস্যা
এক বন্ধুর স্ট্যাটাস দেখলাম। বিল গেটস লাইনে দাঁড়িয়ে বার্গার কেনেন। আম্বানীদের দাদা বৌদি ডাকা যায়। আর আমরা স্যার ম্যাডাম। সমস্যা? এটা আমাদের সংস্কৃতি। অতীতকে অস্বীকার করার সংস্কৃতি। গেটস, জবস এঁরা কত সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন সেটা বলতে লজ্জা পান না। শচীন, সামি, বুমরাহ, রোনালদো, মেসি এরা কেউ অতীতের অর্থ কষ্ট নিয়ে লজ্জা পান না। আমাদের তারকারা দেখাতে চায় এরা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। আমাদের পূর্বপুরুষদের নিয়ে আমরা গর্ব করতে চাই না, আবহমান কালের সংস্কৃতি বিধর্মীদের সংস্কৃতি বলে ত্যাগ করতে চাই। ১২০১ সালের আগে এ অঞ্চলে যে মানুষ ছিল, রাজ্য ছিল, ১৯৪৭ এর আগে যে এই মাটিতে অনেক গুনী মানুষের জন্ম হয়েছিল সেটা লুকাতে চাই। ইতিহাস অস্বীকার করা মানুষ মানসিক দৈন্যে ভোগে। আইডেন্টিটি ক্রাইসিস এদের চির সাথী। স্যার ম্যাডামের প্রশ্ন এসবের সাথে এক সূত্রে গাঁথা। এসব অনেকটা কাকের ময়ূর সাজার মত। দেশে পোশাক পরিচ্ছদে ইউরোপীয় বা আরব সাজলেও বাইরে আমরা ভাতের জন্য হাপিত্যেশ করি। বাঙালি সত্তাকে বর্জনের শত চেষ্টার পরেও সেটা থেকে মুক্তি পাই না। আবার বিদেশি হবার প্রবল আকাঙ্ক্ষা থাকলেও ওরা আমাদের গ্রহণ করে না। অথচ নিজের চিরচেনা পরিসরে হাজার বছরের সংস্কৃতি লালন করে সব দিক থেকেই আমরা এক উন্নত জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারতাম।
দুবনা, ০৭ মে ২০২৪
Comments
Post a Comment