বোধ
শৃঙ্খল বিভিন্ন ধরনের। বলা হয় শুধু শিকল দিয়ে নয়, ভালোবাসা দিয়েও বাঁধা যায়। বাঁধা যায় একটু ভালো জীবনের আশা দিয়ে, ভালো চাকরি দিয়ে যা হারাতে মানুষ দশ বার ভাবে। উন্নত বিশ্বের স্বাধীনতা এই উন্নত জীবনের অদৃশ্য শিকলে বাঁধা। যতক্ষণ তুমি মেইন স্ট্রীমের সাথে গলা মিলিয়ে স্লোগান দিচ্ছ তোমার বাক স্বাধীনতা সমুন্নত। ভিন্ন স্লোগান তুলতে মানা নেই, তবে তাতে তোমার আগের সেই নিস্তরঙ্গ শান্ত জীবনে যে অশান্তি নেমে আসবে না সেটার কোন গ্যারন্টি নেই। অভিবাসীরা, যারা উন্নত বিশ্বে পুনর্জন্ম গ্রহণ করে তারা এটা বোঝে তাই কখন কী হজম করতে হবে সেটাও জানে। তারা নিজ নিজ জন্মভূমির সমালোচনায় যতটা সোচ্চার নতুন স্বর্গের বিষয়ে ততটাই তুষ্ট।
মস্কো, ০৬ মে ২০২৪
Comments
Post a Comment