উপলব্ধি

আজ সোভিয়েত ইউনিয়নের উপর এক বন্ধুর লেখা পড়ে কয়েকটি প্রশ্ন মাথায় এল।‌ শুধু মাত্র সোভিয়েত ইউনিয়ন নয় বিশ্বের বহু দেশই এভাবে হারিয়ে ফেলেছে তার পথ, তার স্বপ্ন। যে সমস্ত মানুষের ত্যাগ তিতিক্ষায় একটি দেশ অর্জিত হয় যে স্বপ্ন নিয়ে একটি নতুন দেশ জন্ম নেয় - তা প্রায়ই অধরা থেকে যায়। সোভিয়েত ইউনিয়নে অনেক কারণের একটি ছিল এক দলীয় শাসন। কিন্তু তাই যদি হয় তবে আমাদের দেশের মত বহু দলীয় শাসনের দেশে আমরা কেন একাত্তরের সব অর্জন হারিয়ে ফেললাম? সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির ভেতরে বিভিন্ন স্রোত ছিল। সমাজতন্ত্র বা সাম্যবাদ কিভাবে গড়তে হবে এ নিয়ে ছিল বিভিন্ন মতামত। কিন্তু পার্টির ভেতরে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় ক্ষমতার রদবদল হত প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে ও পার্টির ভেতরে নিজ নিজ ক্লান তৈরি করার মধ্য দিয়ে। যেহেতু সাধারণ সম্পাদক নির্বাচিত হতেন প্রায় আজীবনের জন্য তাই অন্যান্য ক্লানের ফিরে আসার সম্ভাবনা ছিল না বললেই চলে। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধীদের নিষ্ক্রিয় করা হত। আমাদের দেশেও প্রায় একই ঘটনা ঘটে। ক্ষমতাসীন দল সর্বোতভাবে চায় বিরোধী দলকে ক্ষমতার বাইরে রাখতে। তাই তারা আইন প্রয়োগকারী সংস্থা ও প্রতিরক্ষা বাহিনীর সাথে আঁতাত করে।‌ এভাবেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে শেষ পর্যন্ত দেশটাকেই ধ্বংসের পথে ঠেলে দেয়।

দুবনা, ১৪ জুন ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

রিসেটের ক্ষুদ্র ঋণ

নেতা