চরিত্র
শীত প্রধান দেশ হওয়ায় রাশিয়ার অধিকাংশ স্থাপনায় দুটো করে দরোজা থাকে। ফলে স্থাপনায় ঢোকার সময় কেউ একজন আপনার জন্য দরোজা খুলে দিলে আপনি প্রায় সাথে সাথে দ্বিতীয় দোরোজায় তার ঋণ শোধ করতে পারেন। এটা আসসালামুয়ালাইকুম ও ওয়ালাইকুম সালামের ১০ ও ৫ ছোঁয়াবের কথা মনে করিয়ে দেয়।
সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পরে একদল নেতাকর্মী সিপিবি থেকে বেরিয়ে যায়, আরেক দল নতুন করে পার্টি গুছিয়ে অন্যদের সংশোধনবাদী ট্যাগ দেয়। এখন সেই গোষ্ঠীর মূল নেতারা সিপিবি ভাঙন যজ্ঞে ঘি ঢালছে বলে খবরে প্রকাশ। রোল চেজ্ঞের পালা। রোলের বাংলা চরিত্র। চরিত্র বদল।
ছোটবেলায় পড়েছিলাম সমাজতন্ত্র হল পুঁজিবাদকে বাইপাস করে সাম্যবাদে পৌঁছুনর পথ। এ নিয়ে রিগ্যান গরবাচভকে নাকি বলেছিলেন যে সমাজতন্ত্র হল পুঁজিবাদে পৌঁছুনর প্রচণ্ড কঠিন ও ঘোরা পথ। আমাদের অনেক কমরেডদের(?) লেখা পড়লে মনে হয় তারা সিপিবির সংকুল পথে বেয়ে মৌলবাদে উত্তীর্ণ হবার বৃথা চেষ্টা করছে। বৃথা - কারণ এরা কখনোই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবে না। আর বিশ্বাসীরা বিশ্বাস না করলে সেখানে অবস্থান জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।
দুবনা, ২০ জুন ২০২৫
সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পরে একদল নেতাকর্মী সিপিবি থেকে বেরিয়ে যায়, আরেক দল নতুন করে পার্টি গুছিয়ে অন্যদের সংশোধনবাদী ট্যাগ দেয়। এখন সেই গোষ্ঠীর মূল নেতারা সিপিবি ভাঙন যজ্ঞে ঘি ঢালছে বলে খবরে প্রকাশ। রোল চেজ্ঞের পালা। রোলের বাংলা চরিত্র। চরিত্র বদল।
ছোটবেলায় পড়েছিলাম সমাজতন্ত্র হল পুঁজিবাদকে বাইপাস করে সাম্যবাদে পৌঁছুনর পথ। এ নিয়ে রিগ্যান গরবাচভকে নাকি বলেছিলেন যে সমাজতন্ত্র হল পুঁজিবাদে পৌঁছুনর প্রচণ্ড কঠিন ও ঘোরা পথ। আমাদের অনেক কমরেডদের(?) লেখা পড়লে মনে হয় তারা সিপিবির সংকুল পথে বেয়ে মৌলবাদে উত্তীর্ণ হবার বৃথা চেষ্টা করছে। বৃথা - কারণ এরা কখনোই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবে না। আর বিশ্বাসীরা বিশ্বাস না করলে সেখানে অবস্থান জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।
দুবনা, ২০ জুন ২০২৫
Comments
Post a Comment