আশা

সফল ব্যবসায়ী প্রচুর জন্মায়, কিন্তু রতন টাটা লাখে দশ লাখে একজন। তাই কোন সফল ব্যবসায়ীর হাতে সমাজ সংস্কারের দায়িত্ব দিলে সেই লোক যে অভ্যাস বশত নিজের লাভ লোকসানের বিষয়টি সর্বাগ্রে দেখবে সেই সম্ভাবনাই বেশি। বিষয়টি ঐ লোকের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে না। এটাই তার জীবন দর্শন - যেকোনো উপায়েই হোক লাভ করা। বিলিয়নিয়াররা অর্থাভাব থেকে অর্থ উপার্জন করে না, এটা তাদের জীবনের অংশ হয়ে যায়, উপার্জন না করলে তারা দিনটা মাটি হয়ে গেল বলে মনে করে। স্বার্থের সংঘাত বলে একটা ধারণা আছে। একজন করদাতা আর একজন কর আদায়কারীর স্বার্থ পরস্পর বিরোধী। এজন্যেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিচারপতি নিয়োগ করা হয়। তাই ডঃ ইউনুসের কাছ থেকে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আশা করা আর শেয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে তাকে অক্ষত অবস্থায় ফিরে পাবার আশা করা একই কথা।

দুবনা, ০১ জুন ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু