সন্ধি
দেবতা আর দানবের মধ্যে সন্ধি হয় না। এমনকি দু'দল মিলে সমুদ্র মন্থন করে অমৃত আহরণ করলেও সেই অমৃতই হয় নতুন কলহের কারণ। সব সমস্যার মূলে তাই এক দলের নিজেদের দেবতা বলে ঘোষণা করে অন্যদের দৈত্য বলে ট্যাগ করা। ইউরোপ, আমেরিকা, ইসরাইল বা তাদের দোসররা যখন বেসামরিক লোক হত্যা করে সেটা হয় গণতন্ত্র দেবতার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি কিন্তু ইরান, রাশিয়া, চীন বা অন্য কোন দেশ সেটা করলে তা হয় মানবতার বিরুদ্ধে অপরাধ, হয় দানবীয় কাজ। যতদিন না তথাকথিত সভ্য সমাজ অন্যদের সভ্যতাকে শ্রদ্ধা করার মত সভ্য হবে ততদিন সভ্যতার এই দ্বন্দ্ব চলতেই থাকবে আর আমরা একটু একটু করে পারমানবিক আর্মাগেডনের দিকে অগ্রসর হব। আর যদি তেমনটা ঘটে তবে তার সিংহভাগ দায় সভ্য বিশ্বের। একই কথা বলা চলে মানুষকে মানুষ হিসেবে না দেখে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান স্বৈরাচারী লালবদরি ট্যাগ দিয়ে সমাজকে বিভক্ত করলে।
দুবনার পথে, ১৬ জুন ২০২৫
Comments
Post a Comment