৮ মে ২০২০

আজ আমার রবি বাবুর জন্মদিন! মেঘলা আকাশ। গুড়ি গুড়ি বৃষ্টি। ঠাণ্ডা। তার উপর করোনার উপদ্রব। এই বিরূপ আবহাওয়ায় উনি আজ দর্শন দেবেন বলে মনে হয় না।

আমাদের কৈশোর আর যৌবনে রবি বাবুরা আসতেন দল বেঁধে। কাজী সাহেব আর কমরেড সুকান্তকে সঙ্গে নিয়ে। ইদানীং ব্যক্তিকেন্দ্রীক বিশ্বে কেউ আর সমষ্টির কথা তেমন ভাবে না। তাই সবাই আসে চুপি চুপি, একা একা। আর এবার সামাজিক দূরত্ব বজায় রাখা যখন অতি জরুরি তখন একা আসাটা সামাজিক দায়িত্বও বটে।

অন্যান্য বছর এদিন মস্কোর রবীন্দ্র প্রেমীরা জড়ো হয় রেচনই ভকজালে, যেখানে পার্ক দ্রুঝবিতে রোদ বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে থাকেন রবিঠাকুর। গান বাজনা কবিতায় মেতে ওঠে পার্ক। এবার অবশ্য আমরা তাঁকে স্মরণ করব ঘরে বসে, স্মৃতির অ্যালবাম উল্টিয়ে। আর মন থেকে চাইব মনে মনে গাইব

বরষ ধরা মাঝে শান্তির বারি

দুবনা, ০৮ মে ২০২০





Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন