সুখ

আপেক্ষিক এই পৃথিবীতে সাফল্য ও ব্যর্থতা নির্ণয় করা হয় তুলনা করে। মানুষ নিজের সাফল্য নির্ণয় করে অন্যদের সাথে তুলনা করে। এটা করতে গিয়ে অনেকেই নিজে কি করল সেটা বিচার না করে অন্যরা কতটুকু ব্যর্থ হল সেটা আমলে নেয়। এরা স্বাভাবিক ভাবেই ঈর্ষাপরায়ণ। ফলে তাদের সব সময় নির্ভর করতে হয় অন্যের দয়ার উপর। এটা অনেকটা খেলার মত। নিজের খেলা উন্নত না করে প্রতিপক্ষের ভুলের উপর ভরসা করে বসে থাকা। যারা নিজের কাজ ভালবাসে তারা অন্যের উপর নির্ভর করে না, অন্যের ব্যর্থতার জন্য বসে থাকে না, এমনকি অন্যদের সাথে নিজেকে তুলনাও করে না। তারা গতকালের আমির সাথে আজকের আমিকে তুলনা করে, দেখে আজকে সে নতুন কি জানল। তার প্রতিযোগিতা একান্তই নিজের সাথে, নিজের জানার পরিধি কিছুটা হলেও আরেকটু বাড়ানোই তার সাফল্য বা ব্যর্থতার মাপকাঠি। তবে তারা সাফল্যে বা ব্যর্থতা নিয়ে ভাবে না, ভাবে সে তার লক্ষ্যে পৌছতে নিজের জানার ভান্ডার কতটুকু সমৃদ্ধ করতে পারল। 

মস্কোর পথে, ১০ ফেব্রুয়ারি ২০২৪

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা