কলাগাছ
আমাদের ছাত্র জীবনে একটা কথা প্রচলিত ছিল। যদি কলা গাছকেও আমেরিকার প্রেসিডেন্ট করা হয় তাহলেও সে দেশ ঠিকঠাক চলবে। আসলে সোভিয়েত আমলের শেষে আর ইয়েলৎসিনের আমলে রাশিয়ার প্রশাসন এতটাই দুর্বল ছিল যে বাইরে থেকে আমেরিকা মনে হত সুইস ঘড়ির মত। আর এই বিশ্বাস থেকেই অনেকে বলত আমেরিকার শাসন ব্যবস্থা এতটাই স্বয়ংসম্পূর্ণ যে কে প্রেসিডেন্ট সেটা কোন ফ্যাক্টর নয়। তবে দুই দশক পরে আমেরিকা আর সেই আমেরিকা নেই। তাছাড়া ইন্টারনেটের কারণে বাইরে থেকেও তার আসল চেহারা অনেক স্পষ্ট হয়েছে। ফলে বাইরের মানুষ খুব ভালো ভাবেই অনুভব করে যে এখন আর কলাগাছের যুগ নেই। তবে জলে থেকে মাছ যেমন জলের উপস্থিতি টের পায় না, আমেরিকার এস্টাব্লিশমেন্ট একই ভাবে নিজেদের দুর্বলতা টের পায় না। তাই বাইডেনের মত অভিজ্ঞ কিন্তু প্রায় অথর্ব একজনকে আবারো প্রেসিডেন্ট করতে উঠেপড়ে লাগে। এর কারণ একটাই। পেছন থেকে যারা কলকাঠি নাড়ছে তারা আরও খারাপ কিছু করতে চায় কিন্তু দায়িত্ব নিতে চায় না। গণতন্ত্রের খেলা খেলে দেশবাসীর কাঁধে ভূত চাপিয়ে দিতে চায়। এটাই আধুনিক বাজার গণতন্ত্র।
দুবনা, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
Comments
Post a Comment