বাছাই

আমাদের এখন ছবি প্রদর্শনীর প্রস্তুতি চলছে। গতকাল সিমিওন দুটো পুরানো ছবি এনেছিল। প্রিন্ট করা। আমরা সাধারণত প্রথমে সফট কপি থেকে বাছাই করি, বাছাই সম্পন্ন হলে বলি সেগুলো প্রিন্ট করত যাতে অকারণে পয়সা খরচ করতে না হয়। ওর দুটো ছবি আগে থেকে প্রিন্ট করা ছিল অন্য এক প্রদর্শনী উপলক্ষ্যে যা কোন কারণে প্রদর্শিত হয়নি (আমরা শুধু সেসব ছবিই প্রদর্শন করি যার প্রিন্ট ভার্সন আগে কোথাও প্রদর্শিত হয়নি)। ও এসে ঠাট্টা করেই বলল

আজ তোমাদের বেশ কঠিন কাজ করতে হবে।
কি?
দু'টো ছবি থেকে দু'টো বেছে নিতে হবে।

সবাই হেসে উঠলো। তখন ইউরি গরবাচেভকে নিয়ে একটি চুটকি বলল

Мужик сидит с одным арбузом. Продает. Мимо идет товарищ Горачев.
Продаете?
Да.
Я возьму.
Выбирайте.
Как? У вас арбуз всего один. Как выбирать-то?
Мы тоже вас из одного выбирали.

বাংলা তর্জমায় এটা এরকম

এক লোক একটি তরমুজ নিয়ে বসে আছে বিক্রি করবে বলে। পাশ দিয়ে যাচ্ছেন কমরেড গরবাচভ।

বিক্রি করছেন?
হ্যাঁ।
আমি কিনব।
কোনটা নেবেন বেছে নিন।
কীভাবে? আপনার তো মাত্র একটা তরমুজ। কেমনে বেছে নেব?
আমরা কিন্তু আপনাকেও একজনের মধ্য থেকেই বেছে নিয়েছিলাম।

আমেরিকায় এখন নির্বাচনী বাতাস বইছে। ডেমোক্রেটিক পার্টির একজন প্রার্থী - যো বাইডেন। শুনলাম উনি প্রাইমারিজে জিতেছেন। মোট ৪% দলীয় কর্মী ভোট দিয়েছে। ৩৪% তাঁকে সমর্থন করে, ৬০+% সমর্থন করে না।

সিমিওনের ছবিগুলো গৃহীত হয়নি। যদিও আকাশ ধুসর ছিল, স্লাভা আর ইউরি বলল - কম্পোজিশনালি ভালো, কিন্তু বিষণ্ণ। ফটোশপে একটু প্রাণবন্ত করতে পার। সিমিওন রাজী নয়। সিমিওন বা সাধারণ মানুষ গরবাচভ বা বাইডেন নয়, তাই অল্টারনেটিভ না থাকলেও এদের বেছে নেবার কোন গ্যারান্টি নেই।

দুবনা, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন