বর্তমান
আমরা প্রায়ই অতীত নিয়ে গর্ব করি আর ভবিষ্যতে বিভিন্ন কিছু করার পরিকল্পনা করি। আচ্ছা এটাই কি মানুষের সাথে জীব জন্তুর পার্থক্য? এটাকি ভাষার কারণে? কারণ বুদ্ধি সবার আছে কিন্তু ভাষা, অন্তত মানুষের মত ভাষা সবার নেই। আর এই ভাষার কারণে আমরা অতীত নিয়ে কথা বলি, ভবিষ্যতের পরিকল্পনা করি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বর্তমান নিয়ে তেমন ভাবি না। আর যদি ভাবি সেটাও অতীতের সাথে তুলনা করে বা ভবিষ্যতের কথা চিন্তা করে। পক্ষান্তরে জীব জন্তু শুধু তাদের বর্তমান নিয়েই ব্যস্ত ঠিক যেমন সমাজের প্রান্তিক জনগোষ্ঠী। অবশ্য হতদরিদ্র মানুষ তো সমাজের হর্তাকর্তাদের চোখে মানুষ নয়। আমরা সবাই মিলে সুলতান, মুঘল, ইংরেজ, জমিদারদের শোষণের কথা বলে ক্রোধ প্রকাশ করি বা সেই সময়ের সুশাসনের কথা বলে আপ্লুত হই, স্বর্গে রাজভোগ খেতে খেতে অপ্সরাদের নাচ দেখা বা বেহেশতে ৭২ জন অনিন্দ্য সুন্দরী হুর বেষ্টিত হয়ে নিরলস জীবন (নাকি মরণ!) কাটানোর পরিকল্পনা করি, কিন্তু এই মুহূর্তে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলি না। নেশা করলে মানুষ ঠিক নেশার সময়টাই মাতাল থাকে সব দুঃখ ভুলে যায়। এতে সে না ভোলে অতীত না গড়তে পারে ভবিষ্যৎ। ধর্ম, পপুলিস্ট রাজনীতি ইত্যাদি যে ধরণের স্বপ্ন দেখায় সেটা আসলে মানুষকে বর্তমানের কষ্ট ভুলিয়ে দিতেই নয় কি, ঠিক যেমনটা করে নেশা?
দুবনা, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
দুবনা, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
Comments
Post a Comment