প্রশ্ন
ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেখে সমাজের মনোজগতের কমবেশি এক সামগ্রিক চিত্র পাওয়া যায়। আমার ফেসবুক বন্ধুদের বেশির ভাগ জন্মসূত্রে বাংলাদেশী। দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ান গ্র্যাজুয়েট। বাংলাদেশের কিন্তু সোভিয়েত গ্র্যাজুয়েট নয় এদের এক বড় অংশ দেশের বাইরে - উন্নত বিশ্বের বাসিন্দা, জীবনে প্রতিষ্ঠিত। এদের অনেকের স্ট্যাটাস দেখে মাঝেমধ্যে অবাক হতে হয়। বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ, সে থেকে কোন রাজনৈতিক দলের প্রতি সমর্থন বা কোন দলের বিরোধিতা করা বোধগম্য। কিন্তু একই সাথে তৃতীয় দেশের নাগরিক হয়ে ভারত ও পাকিস্তানের প্রতি এদের মনোভাব দেখে মনে হয় শারীরিক ভাবে বিদেশে অবস্থান করলেও এদের মন বাংলাদেশের চোরাবালিতে আটকে গেছে। সবচেয়ে অবাক হই বর্তমানে নিজেদের ভারতীয় বা পাকিস্তানী বংশোদ্ভূত স্বদেশী আমেরিকান, কানাডিয়ান, ইউরোপিয়ানদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি দেখে। আর কবে আমরা উন্নত বিশ্বের স্বাধীন নাগরিক হবে? এতদিন বিদেশে থেকেও যদি মানসিকতা বদলাতে না পারি তাহলে দেশে বিদেশি প্রেসক্রিপশনে বিভিন্ন ধরণের উন্নয়ন ও সংস্কার কি দেশের মানুষকে আদৌ মুক্তমনা মানুষ হতে সাহায্য করবে? আমরা যেমন বিদেশে এসে সেসব দেশের অপেক্ষাকৃত উন্নত মূল্যবোধ গ্রহণ না করে শুধুমাত্র অর্থনৈতিক সুবিধা গ্রহণ করছি দেশেও যে সেটাই হবে না তার কোন গ্যারান্টি আছে?
দুবনা, ২২ সেপ্টেম্বর ২০২৪
Comments
Post a Comment