ইতিহাসের চাকা
আশির দশকের শেষ দিকে আমরা অনেকেই মনে করতাম গর্বাচভের পেরেস্ত্রোইকা থমকে দাঁড়িয়েছে, সেটাকে চলমান অবস্থায় ফিরিয়ে আনার জন্য দরকার ইয়েলৎসিনের গতিশীল নেতৃত্ব। পরিণাম আমরা জানি।
উন্নয়ন আর ডিজিটাল বাংলাদেশের ঘুমপাড়ানি গানের সাথে মদিনা সনদ যুক্ত হলে অনেকেই শেখ হাসিনাকে পরিত্যাগ করে। আর যারা বাংলাদেশে শরিয়া আইন চায় তারা হয়তো আমাদের মতই উতলা হয়ে উঠছিল এর ধীর গতিতে। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার নিপাত যাওয়ার পরে আমরা মনে হয় দ্রুত মদিনা সনদের দিকেই এগুচ্ছি।
এক বন্ধুর সাথে গল্প করার সময় আমরা প্রায়ই বলতাম শেখ হাসিনার আওয়ামী লীগ জিয়াউর রহমানের রাজনীতিকে জটিল করার মিশন খুব ভালো ভাবে পালন করছে। এখন বলার সময় এসেছে বর্তমান শাসকগোষ্ঠী শেখ হাসিনার মদিনা সনদ বাস্তবায়ন করার পথে খুব সাফল্যের সাথে অগ্রসর হচ্ছে।
মস্কোর পথে, ০৮ সেপ্টেম্বর ২০২৪
Comments
Post a Comment