সমাধান
কথা হচ্ছিল সেভার সাথে সমস্যা ও তার সমাধান নিয়ে।
- পাপ, এমন কোন সমস্যা কি আছে যার সমাধান নেই?
- সব সমস্যারই সমাধান আছে এবং একাধিক সমাধান আছে। তাই মূল সমস্যা সমস্যায় নয়, এর মূল সমস্যা হল অনেকগুলো সমাধান থেকে নির্দিষ্ট পরিস্থিতিতে সবচেয়ে উপযোগী সমাধান বেছে বের করা।
- যেমন?
- ধর একজন লোক অসুস্থ হয়েছে। সে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারে, ডাক্তার দেখাতে পারে, অষুধ খেতে পারে, অপারেশন করাতে পারে, এমনকি মরেও যেতে পারে।
- মানে?
- মানে আর কি? মৃত্যু সব অসুখের জন্য সবচেয়ে কার্যকরী ওষুধ। জানিস না?
সেভার হাসতে হাসতে পেটে খিল। কথা তখনকার মত এখানেই শেষ।
দুবনা, ২৬ সেপ্টেম্বর ২০২৪
Comments
Post a Comment