সমাধান

কথা হচ্ছিল সেভার সাথে সমস্যা ও তার সমাধান নিয়ে।
- পাপ, এমন কোন সমস্যা কি আছে যার সমাধান নেই?
- সব সমস্যারই সমাধান আছে এবং একাধিক সমাধান আছে। তাই মূল সমস্যা সমস্যায় নয়, এর মূল সমস্যা হল অনেকগুলো সমাধান থেকে নির্দিষ্ট পরিস্থিতিতে সবচেয়ে উপযোগী সমাধান বেছে বের করা। 
- যেমন?
- ধর একজন লোক অসুস্থ হয়েছে। সে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারে, ডাক্তার দেখাতে পারে, অষুধ খেতে পারে, অপারেশন করাতে পারে, এমনকি মরেও যেতে পারে। 
- মানে?
- মানে আর কি? মৃত্যু সব অসুখের জন্য সবচেয়ে কার্যকরী ওষুধ। জানিস না?
সেভার হাসতে হাসতে পেটে খিল।‌ কথা তখনকার মত এখানেই শেষ।

দুবনা, ২৬ সেপ্টেম্বর ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন