রাজনীতিবাজ
রাজনীতিবিদদের সবচেয়ে বড় সমস্যা হল তারা নিজেদের চাহিদার চেয়েও জনগণের চাহিদা সম্পর্কে বেশি অবগত বলে মনে করে। বেদেনীর মত যারা সারা বিশ্বের মানুষের ভাগ্য বদলায় কিন্তু কী এক অজ্ঞাত কারণে নিজেদের ভাগ্য বদলাতে পারে না রাজনীতিবিদরা জনগণের সমস্যার সমাধান করতে চায়। জনগণের জন্য কি ভালো আর কি মন্দ সেটা নিজের উর্বর মস্তিষ্ক থেকে আবিষ্কার চেষ্টা না করে এরা যদি জনগণের কাছে সেটা জিজ্ঞেস করার সাহস রাখত তাহলে রাজনীতির গতিপথ বদলে যেত আর পৃথিবী অনেক বেশি বাসযোগ্য হত। রাজনীতিবাজরাই আজকের সব সমস্যার নাটের গুরু।
দুবনা, ১৪ সেপ্টেম্বর ২০২৪
Comments
Post a Comment