অপব্যবহার

যে বাচ্চা কথায় কথায় কাঁদে এক সময় তার কান্নায় কেউ গুরুত্ব দেয় না। শান্ত গম্ভীর মানুষকে লোকে সমীহ করে কারণ জানে সে রাগলে খবর আছে। কিন্তু যে উঠতে বসতে রাগে তার রাগেও আর কেউ কান দেয় না। এক সময় কারণে অকারণে হরতাল ডেকে ডেকে হরতালকেই অপ্রাসঙ্গিক করে তোলে আমাদের রাজনৈতিক দলগুলো। এখন এসেছে গ্রেফতারের আর মামলা করার পালা। এভাবে চললে কিছুদিন পরে মামলা গ্রেফতার এসবও অর্থহীন হয়ে পড়বে। তাই কাউকে গ্রেফতার বা কারো বিরুদ্ধে মামলা করার আগে ভাবুন সেটার আদৌ দরকার আছে কি না। অযথা রাষ্ট্রকে হাস্যকর করবেন না কারণ রাষ্ট্র এক গুচ্ছ স্বার্থান্বেষী তথাকথিত বিপ্লবীর নয়, রাষ্ট্র বাংলাদেশের ১৭ কোটি মানুষের। 

দুবনা, ১৯ সেপ্টেম্বর ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন